Thursday, July 21, 2011

বাংলা ভাষা সংরক্ষণ


বাংলা ভাষা সংরক্ষণের ৫টি software তৈরি করছে Core software

আসুন এবার জানি ভাষা সংরক্ষণ বলতে কি বুঝি?মানুষের মনের ভাব প্রকাশের জন্য যে উক্তি বা সংকেত ব্যবহার করে তাকে ভাষা বলে।একজন মানুষের জীবন ধারণের জন্য খুব অল্প সংখ্যক শব্দ,সংকেত বা উক্তি প্রয়োজন হতে পারে তাতে ব্যক্তির চাহিদা পূরণ হতে পারে কিন্ত কোন ভাষার তাতে পোষায় না। প্রতিটি ভাষার আছে আপেক্ষিক রূপ ও স্বয়ংসম্পূর্নতা। ভাষা টিকে থাকে তার ব্যবহারে। ভাষার ব্যবহার-ই ভাষার জীবন।

ভাষার আছে আঞ্চলিকতা আছে সাধুতা,ভাষার আছে গতি আছে পরিবর্তন। ভাষা সংরক্ষণ করতে হয় মানুষের মনে।আর সে কাজ যদি জটিল বা দূরহ হয় তাহলে ভাষার বিলুপ্তি অবশাম্ভি।

আমাদের মাতৃ ভাষা বাংলা আর বাংলা ভাষার প্রাণ ভাষা শিক্ষার মধ্যে।সংস্কৃত বঙ্কিম রবীন্দ্রনাথ পেরিয়ে বাংলা ভাষা দাড়িয়ে আছে এক নতুন পরিবর্তনের দিকে আর তা হল প্রযুক্তির ভাষা বা যান্ত্রিক ভাষা।

একুশ শতক,বিশ্বায়ন ও প্রযুক্তির সহজলভ্যতায় বাংলা সাহিত্য ও সাহিত্যের শব্দ ভান্ডার, ঐতিহ্য হারিয়ে যাবে অচিরেই.....

সময় পরিবর্তনে ভাষা যে রূপ পরিবর্তন হয় ঠিক তেমনি স্হানের পরিবর্তনেও ভাষার পরিবর্তন হয় যা আমাদের কাছে চলিত বা আঞ্চলিক ভাষা নামে পরিচিত। সুতরাং একই ভাষার অঞ্চল ভেদে বিভিন্ন রূপ থাকতে পারে তাই কোন ভাষার জন্য চাই নির্দিষ্ট সুলিখিত রূপ যা কোন জাতি চর্চা বা ব্যবহারের মাধ্যমে ধারণ করবে।

ভাষার সুলিখিত উক্তি, সংকেত বা শব্দ হল অভিধান। যদি এমন হত আপনি আপনার প্রিয় মাতৃ ভাষা বাংলা অভিধানের সমস্ত শব্দের অর্থ জানতেন!

তা কি কখনও সম্ভব? যদি সম্ভব হত তাহলে ভাষা সংরক্ষণের প্রশ্ন আসত না।

ভাষা টিকে থাকার উপর অর্থনীতি ও প্রতক্ষ ভাবে জড়িত... কথাটা আপাত দৃষ্টিতে অপ্রাসঙ্গিক মনে হলেও উন্নত বিশ্বের দিকে তাকালে আমাদের উপর আরও কিছুর দায়িত্ব এসে পড়ে।

ইউরোপ, আমেরিকা,চীন,জাপান মধ্যপ্রাচ্যের দেশ গুলোর অর্থনীতি স্বস্ব ভাষার উপর প্রতিষ্ঠিত।কিন্ত আমাদের মত উন্নয়নশীল দেশ গুলোর অর্থনীতি স্বস্ব ভাষার উপর প্রতিষ্ঠিত নয় যে কারণে আমাদের অর্থনীতিতে টিকে থাকতে হলে উন্নত দেশ গুলোর একটি ভাষা সমান গুরুত্ব বহন করে।তাই বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম।

এ সব বিষয় মাথায় রেখে core software ৫টি software তৈরি করছে যা বাংলা ভাষাভাষীদের ভাষা শিক্ষার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে ।

software ৫টি হল:

১.English to Bangla Voice Script।Video দেখুন:

২.English to Bangla Voice Dictionary.Video দেখুন:

৩.Bangla Vasha 1।Videoদেখুন:

৪.Bangla to English Voice Script.

৫. Bangla Vasha2Video দেখুন:

১.English to Bangla Voice Script:

ইংরেজী ভাষার শব্দ(word)কে বাংলা অর্থ (voice)

এ রুপান্তর করার প্রক্রিয়া।৫mb এর software টি আপনার কম্পিউটারে install থাকলে webpage থেকে শুরু করে আপনার কম্পিউটারের যাবতীয় text file এর ইংরেজী থেকে বাংলা ভয়েসে রুপান্তর করবেন মাত্র দুটি click -এ। ফলে কম ইংরেজী জানা ব্যক্তিও ইংরেজী পত্রিকা থেকে শুরু করে ইংরেজী সাহিত্য,উপন্যাস,গল্প,কবিতা ইত্যাদি পড়ে বংলার মত বুঝতে পারবেন।

Video দেখুন:

ভিডিও দেখতে sound /volume on রাখুন

Picture:

এমন যদি হত..! আপনার সামনে হাজার হাজার পৃষ্ঠার ইংরেজী গল্প,উপন্যাস, কবিতা,ইংরেজী পত্রিকা...

ইত্যাদি আছে সে গুলোর ইংরেজী শব্দের যে কোন দিকে চোখ বুলানোর সাথে সাথে বাংলা ভয়েসে অর্থ শুনতে পারলেন....! এ যেন স্বপ্ন নয় কল্পনা। ঠিক তাই English to Bangla Voice Script বাঙ্গালীর জন্য প্রথম ইংরেজী শব্দ থেকে বাংলা ভয়েসে

রুপান্তর করার প্রক্রিয়া(software) এটি শুধু আপনার ইংরেজী ভীতি-ই দূর করবে না ইংরেজী শিক্ষায় আপনকে এগিয়ে নিবে কমপক্ষে ১৫ বছর।তাই অতি সত্বর যোগাযোগ করুন।

২.English to Bangla Voice Dictionary.

ইংলিশ টু বাংলা ভয়েস ডিকশনারী বাংলা ভাষা ভাষী জন্য এক অনন্য পাওয়া।এটি শধু বাংলা ভাষাতেই নয় ইংরেজী ভাষাতেও বিরল।

Video দেখুন:

Picture:


আমরা গতানুগতিক ধারায় যে সব voice dictionary use করি সে গুলো শুধু মূল শব্দ voice এ উচ্চারণ করে যেমন: eat,do,come ইত্যাদি শব্দে click করলে eat ,do,come ই উচ্চারণ করে। কিন্ত আমাদের English to Bangla Voice Script আরও এক ধাপ এগিয়ে যেমন:eat click করলে উচ্চারণ করবে খাওয়া, do click করলে উচ্চারণ করবে করা come click করলে উচ্চারণ করবে আসা।এটি শুধু আপনার ইংরেজী শব্দ দ্রুত অনুসন্ধাই করে দিবে না ইংরেজী শব্দ (word) দ্রুত শেখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।এছাড়াও advanced ইংরেজী বানান শেখার প্রযুক্তি যুক্ত হয়েছে।

English to Bangla Voice Dictionary পেতে অতি সত্বর যোগাযোগ করুন।

৩.Bangla Vasha 1.

আমি প্রথমে বলেছি ভাষা সংরক্ষণ করতে হয় মানুষের মনে।আর ভাষা অর্থ সেই ভাষার শব্দাবলী। Bangla Vasha 1 হল সেই software যা বাংলা ভাষার শব্দাবলী একজন ভাষা প্রেমী বা student অতি দ্রুত শিক্ষা দিবে। একজন student এর বাংলা অভিধানের সমস্ত শব্দাবলী মুখস্ত বা মনে রাখা প্রায় অসম্ভব কিন্ত bangla Vasha 1 ব্যবহারে একজন student প্রতি ঘন্টায় কমপক্ষে ৫০০ শব্দাবলী অর্থ সহ শিখতে পারবে।এভাবে প্রতি দিন ১ ঘন্টা করে এক মাসে যে কেহ প্রায় ১৫ হাজার বাংলা শব্দাবলী অর্থ সহ শিখতে পারবে।

Video দেখুন:

Picture:


bangla Vasha 1 যে ভাবে কাজ করবে:শিক্ষার্থী software টির বাংলা শব্দ ভান্ডারের list থেকে mouse বা keyboard এর মাধ্যমে শুধু click করবে, software টি স্বয়ংক্রিয় ভাবে তার অর্থ বলে দিবে।কোন text পড়ে মুখস্ত করার চেয়ে স্বয়ংক্রিয় voice এ অর্থ শুনে ভাষার শব্দাবলী আয়ত্ব দ্রুততর ও ফলপ্রসূ।তাই ভাষা সংরক্ষণে ভাষা শিক্ষা করার বিকল্প কিছু থাকতে পারে না।Bangla Vasha1 software টি বাংলা ভাষা সংরক্ষণে কতটুকু সহায়ক হবে তা নির্ভর করে software টির ব্যবহারের উপর

৪. Bangla Vasha 2:

Bangla Vasha 2 বাংলা শব্দাবলী থেকে ইংরেজী শব্দ শেখার software .অর্থাsoftware টির বাংলা শব্দাবলীর list click করলে ইংরেজী শব্দার্থ দেখতে ও শুনতে পারবে। ইংরেজী সংস্কৃতের কবল থেকে বাংলা সংস্কৃত কে রক্ষা করতে Bangla Vasha 2 software টি সহায়ক।

Video দেখুন:

Picture:


৫.Bangla to English Voice Script:

Unicode ভিত্তক বাংলা লেখাকে ইংরেজী voice text এ রুপান্তর করার software । বাংলা ওয়েব পেজ,পত্রিকা, ব্লগের বাংলা শব্দাবলী তাক্ষনাত ইংরেজী voice text এ রুপান্তর করে দিবে। ইংরেজী থেকে বাংলা অনুবাদকদের জন্য খুবই প্রয়োজনীয় একটি সফট্‌ওয়্যার। অতি সত্বর যোগাযোগ করুন।

Picture:


যে কোন ভাষা সংরক্ষণের জন্য যোগাযোগ করুন।

Core Software

Aklasur Rahman sajib.

Mobile: 01720 41 05 92