Bangla Vasha 1

Bangla Vasha 1.
আমি প্রথমে বলেছি ভাষা সংরক্ষণ করতে হয় মানুষের মনে।আর ভাষা অর্থ সেই ভাষার শব্দাবলী। Bangla Vasha 1 হল সেই software যা বাংলা ভাষার শব্দাবলী একজন ভাষা প্রেমী বা student কে অতি দ্রুত শিক্ষা দিবে। একজন student এর বাংলা অভিধানের সমস্ত শব্দাবলী মুখস্ত বা মনে রাখা প্রায় অসম্ভব কিন্ত bangla Vasha 1 ব্যবহারে একজন student  প্রতি ঘন্টায় কমপক্ষে ৫০০ শব্দাবলী অর্থ সহ শিখতে পারবে।এভাবে প্রতি দিন ১ ঘন্টা করে এক মাসে যে কেহ প্রায় ১৫ হাজার বাংলা শব্দাবলী অর্থ সহ শিখতে পারবে।
Video দেখুন:
bangla Vasha 1 যে ভাবে কাজ করবে:শিক্ষার্থী software টির বাংলা শব্দ ভান্ডারের list থেকে mouse বা keyboard এর মাধ্যমে শুধু click করবে, software টি স্বয়ংক্রিয় ভাবে তার অর্থ বলে দিবে।কোন text পড়ে মুখস্ত করার চেয়ে স্বয়ংক্রিয় voice এ অর্থ শুনে ভাষার শব্দাবলী আয়ত্ব দ্রুততর ও ফলপ্রসূ।তাই ভাষা সংরক্ষণে ভাষা শিক্ষা করার বিকল্প কিছু থাকতে পারে না।Bangla Vasha1 software টি বাংলা ভাষা সংরক্ষণে কতটুকু সহায়ক হবে তা নির্ভর করে software টির ব্যবহারের উপর